স্বেচ্ছাসেবক পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
|
![]() গতকাল শুক্রবার শহরের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির রাজশাহী বিভাগীয় প্রতিনিধিসভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব বেলাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভার আহ্বায়ক ও বগুড়া জেলার সভাপতি লুৎফর রহমান সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জতীয় পার্টি বগুড়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক, সহিদুর রহমান পশারী মন্টু, আব্দুল মজিদ। কেন্দ্রীয় সদস্য, নুরুজ্জামান, শাহিন আলম। জাতীয় পার্টির বগুড়া সদর উপজেলার সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল। রাজশাহী বিভাগের ৮টি জেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন, জাহের আলী নওগাঁ, সাইদুজ্জামান সভপতি নাটোর জেলা, আলাউদ্দিন সভাপতি সিরাজগঞ্জ জেলা, নজরুল ইসলাম সভাপতি রাজশাহী মহানগরী, আফজাল হোসেন সভাপতি পাবনা জেলা, জামানুর রশীদ সভাপতি রাজশাহী জেলা, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বাবলু, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সম্পাদক ফজলুল বারি, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক, অমিত দাস লক্ষণ, জাতীয় ছাত্রসমাজ বগুড়া জেলা শাখার আহ্বায়ক ফরহাদ আলী খোকন, বগুড়া সদর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সুলতান আহম্মেদ, বগুড়া পৌর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক বেলাল হোসেনসহ প্রমুখ। |