দিনমজুর বাবার মেয়ে মাহফুজা পড়বে মেডিকেল কলেজে
ঝিনাইদহ প্রতিনিধি
|
প্রতিবন্ধী পিতা আব্দুল মান্নান সংসার চালাতে দিনমজুরের কাজ করেন। মা খালেদা বেগম করেন ঝি-এর কাজ। নিজস্ব কোনো জমি নেই। নেই ঘরবাড়ি। ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের আয়নাল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে বাস করেন তারা। রাস্তার পাশেই রয়েছে খুপরি আকারে জরাজীর্ণ বাড়ি। এই হতদরিদ্র পরিবারের একমাত্র কন্যা মাহফুজা খাতুন মেডিকেলে চান্স পেয়েছেন। তার গন্তব্য এখন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। অদম্য মেধাবী মাহফুজার জীবন কাহিনি আর দশটি শিক্ষার্থীর মতো নয়। তার একটাই লক্ষ্য ছিল দরিদ্রতাকে জয় করে দিনমজুর পিতার মুখে হাসি ফোটানো। কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নের পাঁচলিয়া গ্রামে মাহফুজার নানাবাড়ি। নানা মঙ্গল মণ্ডলের বাড়িতেই মাহফুজার শিক্ষাজীবনের হাতেখড়ি। |