ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

লালমনিরহাটে প্রতিবন্ধী শিশুকে বলাৎকার
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১২০)
লালমনিরহাটে প্রতিবন্ধী এক শিশুকে (৯) বলাৎকারের অভিযোগ ওঠেছে মোবারক আলী (৬০) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মোবারক কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ভীমশর্মা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা ও শিশুটির পরিবার জানায়, ব্যবসায়ী মোবারক আলীর স্ত্রী দুই বছর আগে মারা যায়। এরপর থেকে গ্রামের বিভিন্ন জনের সঙ্গে তার শ্লীলনতাহানির ঘটনা ঘটে এবং টাকার বিনিময়ে সব ধামাচাপা দেয়। বুধবার বিকালে কাজ দেওয়ার কথা বলে পার্শ^বর্তী কোটেশ^র বিলে নিয়ে গিয়ে মুখ চেপে ওই শিশুটিকে বলৎকার করে মোবারক। এ সময় স্থানীয় এক কৃষক বিষয়টি দেখে ফেললে তাকে ম্যানেজ করার চেষ্টা করে। পরে ওই কৃষক শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। শিশুটি অসুস্থতা অনুভব করলে বিষয়টি বাড়িতে জানাজানি হয়।
শিশুটির বাবা বলেন, মোবারক এলাকার প্রভাবশালী লোক। তার কথা সবাই শুনে। মামলা করেও কোনো ফল হবে না। আল্লাহ ওদের বিচার করবে।
মোবারক আলী বলৎকারের বিষয়টি অস্বীকার করে বলে, বলাৎকার নয়, ছেলেটা আমার সঙ্গে বিলে গিয়েছিল। সেখানে রেখে আমি বাড়ি এসেছি। রাতে বৈঠকে বসে বিষয়টা মীমাংসা করা হবে বলে সে জানায়।
লালমনিরহাট সদর থানা ওসি মাহফুজ আলম বলেন, বিষয়টি জানা নেই। এ ঘটনায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close