ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

কুবির প্রথম সমাবর্তন
ফি কমাতে আইনি নোটিস
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১১৬)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনে উচ্চ ফি নির্ধারণ এবং সমাবর্তনে অংশ না নিলেও সমপরিমাণ ফি দিয়ে সনদ নিতে হবে এমন সিদ্ধান্ত পরিবর্তনের আইনি নোটিস দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চতুর্থ ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. তারেক রহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই নোটিস পাঠানো হয়। বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া বাদীর পক্ষে এ আইনি নোটিস পাঠান। নোটিসটি ২১ বৃহস্পতিবার বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়। আইনি নোটিসে বলা হয়, আগামী বছরের ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ^বিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণের রেজিস্ট্রেশনের জন্য বিকাশের মাধ্যমে প্রত্যেক স্নাতক ডিগ্রিধারীদের জন্য ৩ হাজার ৫৪০ টাকা এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে ৪০৫০ টাকা ফি দিতে হয়েছে। আরও বলা হয়েছে সমাবর্তনে অংশ না নিলেও সমাবর্তনের সমপরিমাণ ফি দিয়ে সার্টিফিকেট নিতে হবে। যা বেআইনি। যেখানে শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করে বেকার তাদের জন্য বিষয়টি মরার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে।
নোটিসে আরও বলা হয়, দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে যেমন ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০০০ টাকা এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে ৩০০০ টাকা। এ ছাড়া রাজশাহী বিশ^বিদ্যালয়ে সমাবর্তন নিবন্ধন ফি বেশি ধার্য করায় বেশিরভাগ শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিচ্ছে না। নোটিস প্রেরণের তারিখ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নোটিসদাতার দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। অন্যথায় সমাবর্তন বন্ধে উচ্চ আদালতের আশ্রয় নেওয়া হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক স্নাতক ও স্নাতকোত্তর গ্র্যাজুয়েট ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাবর্তন বন্ধ হোক সেটা আমরা কেউই চাই না। কিন্তু বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সমাবর্তনের ফি কমানোসহ সমাবর্তনে অংশ না নিলেও সমাবর্তনের সমপরিমাণ ফি দিয়ে সার্টিফিকেট তোলার এ সিদ্ধান্ত বাতিল করা হোক। এ বিষয়ে নোটিসদাতা আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, সংশ্লিষ্টদের বরাবর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি সংক্রান্ত আইনি নোটিস প্রেরণ করি এবং সেখানে নোটিস প্রেরণের ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। আশা করি নোটিস গ্রহীতারা এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আমরা নোটিসটি এখনও হাতে পাইনি তবে নোটিস সম্পর্কে জানতে পেরেছি। পাওয়ার পর আমরাও আইনি ব্যবস্থা নেব। সমাবর্তনের জন্য উচ্চ ফি নির্ধারণ ও সমাবর্তনের সমপরিমাণ ফি দিয়ে সার্টিফিকেট তোলার বিষয়ে উপাচার্য বলেন, আমরা কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সঙ্গে প্রতিষ্ঠিত সমসাময়িক বিশ^বিদ্যালয়গুলোর ফির সঙ্গে সমন্বয় করে ফি নির্ধারণ করেছি। আর সমাবর্তনের সমপরিমাণ ফি দিয়ে পরবর্তী সময়ে সার্টিফিকেট তোলার বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close