চলতি বছরের শুরুর দিকে একটা বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা সিমলা। এবার টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে গিয়ে আলোচনায় এসেছেন সিমলা। চ্যানেল আইয়ে শাহরিয়ার নাজিম জয়ের ৩০০ মিনিট নামের একটি অনুষ্ঠানে এই নায়িকা বলেছেন বিয়ের সেঞ্চুরি করতে চান তিনি।
উপস্থাপক সিমলাকে প্রশ্ন করেন, ‘আপনি কয়টা বিয়ে করেছেন?’ জবাবে সিমলা বলেন, ‘মোটামুটি ৩০-৩৫টি!’ পরে উপস্থাপক জয় বলেন, আপনি দুষ্টুমি করে বলছেন। কিন্তু ভবিষ্যতে দুষ্টুমি করে আর কয়টা বিয়ে করবেন? উত্তরে সিমলা বলেন, ‘হান্ড্রেড, সেঞ্চুরি করতে চাই। যুবরাজ সিং ক্রিকেট খেলে সেঞ্চুরি করেছেন। আমি বিয়ে করে সেঞ্চুরি করব।’ গত ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামে ‘ময়ূরপঙ্খী’ বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত হয়েছিলেন সিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। পরে দেশে ফিরলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। উল্লেখ্য, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর এক পরিচালকের জন্মদিনে পলাশ আহমেদের সঙ্গে পরিচয় হয় সিমলার। ২০১৮ সালের ৩ মার্চ পলাশ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিমলা। একই বছরের ৬ নভেম্বর পলাশকে ডিভোর্স দেন এই অভিনেত্রী।