কিউএস র্যাংঙ্কিংয়ে দেশসেরা ঢাবি, এশিয়ায় ১৩৫তম
ঢাবি প্রতিনিধি
|
কিউএস র্যাংঙ্কিংয়ে দেশসেরা ঢাবি, এশিয়ায় ১৩৫তম কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংয়ে সবার উপরে আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে রয়েছে ন্যানেং টেকনোলজি ইউনিভার্সিটি সিঙ্গাপুর এবং তৃতীয় স্থানে রয়েছে দ্য ইউনিভার্সিটি অব হংকং। উল্লেখ্য, এই র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয় সমূহের গবেষণা, উদ্ভাবন, চাকরিতে
স্নাতকদের কর্মক্ষমতা, সামাজিক প্রভাব, এ্যাকাডেমিক খ্যাতি, অনুষদ সদস্যদের
গবেষণা প্রকাশনা, পিএইচডি ডিগ্রি এবং কর্মীদের সংখ্যা দেখা হয়। মোট পাঁচটি মানদন্ড যাচাই করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে গৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় র্যাংকিং প্রদান করে। পাঁচটি মানদন্ড হচ্ছে, প্রাতিষ্ঠানিক খ্যাতি, শিক্ষক ও প্রাতিষ্ঠানিক কর্মচারীদের যোগ্যতা ও দক্ষতা, শিক্ষক-ছাত্রের অনুপাত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভাগীয় কৃতিত্ব তথা গবেষণা ও অন্যান্য এবং আন্তর্জাতিক পর্যালোচনা। |