মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮০তম জন্মবার্ষিকী বুধবার উদযাপিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
রাজবাড়ী : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। এ সময় জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন শিকদার, জাহাঙ্গীর জলিল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শরীফ, সদস্য সচিব শওকত হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর : দোয়া ও কোরআন খতমে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল নোমান প্রমুখ।
ডাসার (মাদারীপুর) : কালকিনি উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরদার নিজামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী।
নাটোর : শেখ মনির আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা ও দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব প্রমুখ।
গাইবান্ধা : গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস উল আলম হীরু।