‘ন ডরাই’ সিনেমার প্রদর্শনী বন্ধের নোটিস
|
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সার্ফিং নিয়ে চলচ্চিত্র ‘ন ডরাই’-এর সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী। আগামী দুই দিন অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনকে এই নোটিসের প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ না করলে হাইকোর্টে রিট করা হবে। সুপ্রিমকোর্টের আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম ‘ন ডরাই’ চলচ্চিত্র নিয়ে লিগ্যাল নোটিস পাঠানোর বিষয়ে গণমাধ্যমে বলেন, ‘সিনেমায় এমন দৃশ্য আছে যেগুলো বাংলাদেশি সিনেমায় এই প্রথম ও সাহসী বলা যেতে পারে। পরিবারের সদস্যদের নিয়ে এ ছবি দেখা যাবে এমন নিশ্চয়তা দেওয়া যায় না।’ এদিকে প্রথমে সংলাপ নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির মুখে পড়ে ‘ন ডরাই’। সংলাপ সংশোধনের পর প্রদর্শনের অনুমতি পায় ছবিটি। এরপর একই দিনে দুইয়ের অধিক সিনেমা মুক্তি না দেওয়ার জটিলতায় পড়ে। সব জটিলতা কাটিয়ে ২৯ নভেম্বর দেশের আটটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ন ডরাই’। |