ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

কথায় নয় বাস্তব কাজে বস্তিবাসীদের ভাগ্য বদলাতে হবে : সিসিক মেয়র
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১০৭)
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরীর বস্তিবাসীদের ভাগ্যোন্নয়নে কথায় নয়, বাস্তবে কাজ করে তাদের ভাগ্যোন্নয়ন করতে হবে। তিনি বলেন, ইউনিসেফ ও পিপিআরসির সহযোগিতা নিয়ে সিলেট সিটি করপোরেশন নগরীর বস্তিবাসীদের ভাগ্যোন্নয়নে কাজ করছে। আগামী কয়েক বছরের মধ্যে সিলেট নগরীর বস্তি এলাকা হবে একটি আধুনিক ও উন্নত এলাকা। নগরভবনে ‘পিপিআরসি’ আয়োজিত বস্তিবাসীদের ভাগ্যোন্নয়ন শীর্ষক এক সভায় রোববার সকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন। মেয়র বলেন, নগরীর উন্নয়নে বস্তিবাসীদের ভ‚মিকা কোনো অংশেই কম নয়। কাজেই তারাও যেন স্বাস্থ্যসম্পন্ন ও মানসম্মতভাবে জীবনযাপন করতে পারেন তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শুধু অবস্থাসম্পন্নদের জন্যই নগরীর উন্নয়ন নয়, সিটি করপোরেশনের উন্নয়ন সবার জন্য। সভায় বিশেষ অতিথি ছিলেন, বিশ^ব্যাংকের প্রতিনিধি মো. জাহিদ খান, সিসিকের ওয়ার্ড কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, সিকন্দর আলী, প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, নাজনীন আক্তার কনা, রেবেকা বেগম লাকী ও সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close