ই-পেপার বুধবার ১৭ এপ্রিল ২০২৪
বুধবার ১৭ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুকে ঘিরে ‘জনক ও সন্তান’
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ৯৬)
আগামী বছরের মার্চ মাস থেকে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে। সেই লক্ষ্যে বিভিন্ন ধরনের নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, গান তৈরি হচ্ছে। মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা নূর মোহাম্মদ মনি নির্মাণ করেছেন চলচ্চিত্র। নাম ‘জনক ও সন্তান’। এর কাহিনি লিখেছেন শোয়েব চৌধুরী। সংলাপ রচনা ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। মঙ্গলবার রাজধানীর ৩০০ ফুট এলাকায় চলচ্চিত্রের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন রানী আহাদ এবং শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম। চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে নূর মোহাম্মদ মনি বলেন, ‘মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে একজন বীরাঙ্গনার বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখার আগ্রহকে নিয়েই এই চলচ্চিত্রের গল্প এগিয়ে যায়। একদিন খবরের কাগজে বীরাঙ্গনার বঙ্গবন্ধুকে দেখার আগ্রহের খবর প্রকাশিত হয়। শিক্ষক তাকে সহযোগিতা করে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর সঙ্গে সেই বীরাঙ্গনার দেখা হয় না।’ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, রেশমী, মো. ইকবাল, বিনয় ভদ্রসহ আরও অনেকে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close