ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

পুলিশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৪:৫৬ পিএম  (ভিজিট : ২১৩)
করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫২ জন পুলিশ সদস্য। এ নিয়ে পুলিশে করোনায় সংক্রমিত সদস্যের সংখ্যা ৪ হাজার ছাড়াল। সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে ১৪ জন মারা গেছেন। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে পুলিশের ১৫২ জন সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশে করোনায় সংক্রমিত মোট সদস্যের সংখ্যা ৪ হাজার ৫৩ হলো। তারা জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন। 

এ পর্যন্ত সুস্থ হয়ে পুলিশের ১ হাজার ১১৯ জন সদস্য বাড়ি ফিরেছেন। তাঁদের অনেকে ইতোমধ্যে আবার কাজে যোগ দিয়েছেন।

পুলিশ সদস্যদের মধ্যে করোনার সংক্রমণ ঝুঁকি কমাতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে।  

/এইচ




এই ক্যাটেগরির আরো সংবাদ


সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close