বোরোর পর আমন সংগ্রহেও চরমভাবে ব্যর্থ হচ্ছে খাদ্য অধিদফতর। এক দফা সময় বাড়িয়েও সংগ্রহ লক্ষ্যমাত্রার ধারেকাছেও যাওয়া যায়নি। এবারের মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮ লাখ ৫৮ হাজার টন। সোমবার পর্যন্ত আমন সংগ্রহ হয়েছে মাত্র ৭৮ হাজার ৬০৬ টন। যা মোট লক্ষ্যমাত্রার মাত্র ১০ শতাংশ। অথচ বর্ধিত সময় শেষ হচ্ছে আগামী ১৫ মার্চ। ...