ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ শতাধিক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২০, ৭:৩৫ পিএম  (ভিজিট : ১৪৭)
গাজীপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে আরও ৪১ জন। সর্বশেষ ৭০৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ৪১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।  

এনিয়ে এপর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪১ জন।

শুক্রবার ৫ জুন গাজীপুরের সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান এ তথ্য জানান।

গাজীপুরের সিভিল সার্জন জানান, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১৮ জন, কালিয়াকৈরে ৭ জন, কালিগন্জে ৪ জন ও কাপাসিয়ায় ১২ জন শনাক্ত হয়েছে।

গাজীপুরের সিভিল সার্জনে আরও বলেন, জেলায় মোট আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ৯৭৪ জন, কালিগন্জে ১৫৫ জন, কাপাসিয়ায় ১১৪ জন, কালিয়াকৈরে ১৭০ জন ও শ্রীপুরে ১১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত করোনা শনাক্তের জন্য সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ১২৭৭৮ জনের। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ২৯২ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close