ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

গত এক সপ্তাহে দৈনিক দেড় লাখেরও বেশি  করোনা রোগী শনাক্ত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ১২:০০ এএম  (ভিজিট : ৮৮)
বিশ্বে করোনার সংক্রমণ বেড়েই যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মহামারি শুরুর পর যত লোক করোনায় আক্রান্ত হয়েছে তার অর্ধেকেরও বেশি হয়েছে জুন মাসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বুধবার এক ভার্চুয়াল বৈঠকে বলেন, গত এক সপ্তাহে প্রতিদিন বিশ্বে ১ লাখ ৬০ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি বলেন, মোট শনাক্তের ৬০ শতাংশ শুধু গত এক মাসে রিপোর্ট করা হয়েছে। বিশ্ব জুড়ে ৫ লাখ ১১ হাজারেরও বেশি লোকের মৃত্যু এবং এক কোটিরও বেশি লোক আক্রান্ত হওয়া সত্ত্বেও চলতি সপ্তাহের প্রথমদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, করোনা শেষ হওয়ার কাছাকাছি অবস্থানেও নেই। তিনি করোনা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বরোপ করেন। টেডরস আরও বলেন, যেসব দেশ কন্টাক্ট ট্রেসিং, আইসোলেশন, শারীরিক দূরত্ব ও মাস্ক পরার মতো পদক্ষেপগুলো ব্যাপকভাবে নিতে পেরেছে তারা সংক্রমণ রোধ ও জীবন বাঁচাতে পেরেছে। যারা এসব পদক্ষেপ নিচ্ছে না তাদের জন্য দীর্ঘ ও কঠোর পথ অপেক্ষা করছে বলে তিনি উল্লেখ করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close