ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

পল্লবীতে চাকরি হারিয়ে গার্মেন্টস কর্মী ও চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২০, ১২:০০ এএম আপডেট: ০৫.০৭.২০২০ ১:৪৬ এএম  (ভিজিট : ৯১)
দেশে চলমান করোনা পরিস্থিতিতে চাকরি হারিয়ে অভাব-অনটনে পড়ে কীটনাশক পান করে রাজধানীর পল্লবীতে আনোয়ার হোসেন মান্নান (৪৫) নামে এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন। অপরদিকে পুরান ঢাকার চকবাজারে আছিয়া আক্তার শান্তা (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। পল্লবী থানার এসআই নুরে আলম জানান, স্ত্রী ও দুই সন্তানসহ মিরপুর ১১ নম্বর সেকশনের ‘এ’ বøকের ৫ নম্বর রোডের ৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন আনোয়ার হোসেন। মিরপুর ১০ নম্বর সেকশনের একটি গার্মেন্টসে চাকরি করতেন। করোনার কারণে গত ১০-১৫ দিন আগে তাকে চাকরিচ্যুতি করে প্রতিষ্ঠানটি। এতে অভাব-অনটন ও মানসিক চাপে পড়ে বুধবার নিজ বাসায় কীটনাশক পান করেন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত ৩টার দিকে মারা যান তিনি।
চকবাজার থানার এসআই মাসুদুর রহমান জানান, চকবাজারের খাজে দেওয়ান প্রথম লেনের ২৮ নম্বর বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আছিয়া। শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন আছিয়া ও তার স্বামী আরিফুল। ভোর রাতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে পুলিশকে জানানো হলে সকাল ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় তারা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close