ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

মাগুরায় ঢাবি ছাত্রীকে মারধর করে ছিনতাই মালামাল উদ্ধার
২ ছিনতাইকারী আটক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২০, ১২:০০ এএম  (ভিজিট : ১৪২)
মাগুরার শ্রীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার পরিবারের সদস্যদের মারধর করে সর্বস্ব ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে মাগুরা শ্রীপুরের সোনাতুন্দি গ্রামে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ ছিনতাইকারীকে আটক করেছে শ্রীপুর থানার পুলিশ।
করোনা প্রাদুর্ভাবের কারণে বাড়িতে আসা ঢাবি শিক্ষার্থী তাসনিয়া জাহান স্বর্ণা, তার মা ও ভাইসহ শনিবার দুপুরে অটোরিকশাযোগে মাগুরা শহরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী অটোরিকশা সোনাতুন্দি গ্রামের মধ্যপাড়া তেলেমের দোকানের সামনে পৌঁছলে আগে থেকে সেখানে অবস্থানরত স্থানীয় মাদকসেবী তরিকুল ইসলাম লাইফের নেতৃত্বে তওহিদ, আকিদ ও ইরাদ মোল্লাসহ বেশ কয়েকজন মাদকাসক্ত যুবক রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদের থেকে ল্যাপটপ ক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮০ হাজার টাকা, ৩টি মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঢাবি ছাত্রী স্বর্ণা ও তার ভাইকে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ সময় স্থানীয়রা ইরাদ (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। রোববার দুপুরে শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, ওই ছাত্রীর পার্টস (ব্যাগ), ১টি অপো মোবাইল ও ব্যাগে থাকা ৯০০ টাকাসহ ইরাদ (১৯) ও রায়হান (৩২) নামের দুই যুবককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় ৩৯৪ ধারায় মামলা রুজু হয়েছে। বাকি আসামিদেরকেও অচিরেই আটক করা যাবে বলে আশা করছি।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close