ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করা হবে
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ১২:০০ এএম  (ভিজিট : ১০০)
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা হবে। আমি আশা করি, সব শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ালিফাই হবে। মন্ত্রী আরও বলেন, আমার কথাই সব কথা নয়। সরকারের সিদ্ধান্ত পরির্বতন হতে পারে। তবে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, শর্ত শিথিল করে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীদের এমপিও দেওয়া হবে। সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে নন-এমপিও শিক্ষক-কর্মচারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা বলেছেন। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে আপনাদের একটি দাবি ছিল, এমপিওভুক্তি যারা হয় নাই, তাদের এমপিওভুক্তি হওয়ার জন্য। কারণ দীর্ঘদিন ধরে এ প্রক্রিয়া বন্ধ রয়েছে। যার ফলে আপনারা বহু শিক্ষক, সরকারি অনুদান পাচ্ছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আামিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিরতণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, জেলা আওয়ামী লীগের যুুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, মধ্যপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাছিম কবীর, শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয় । নন-এমপিওভুক্ত ৫০৬ জন শিক্ষক কর্মচারীদের জন্য প্রণোদনা ২২ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।








সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close