আরও কঠোরভাবে ওয়ারীতে লকডাউন: তাপস
সময়ের আলো অনলাইন
|
![]() এ সময় তিনি বলেন, 'আমরা আরও একটু কঠোরভাবে লকডাউন বস্তবায়ন করতে চাচ্ছি। আমরা বুঝি এলাকাবাসীর অনেক সমস্যা হচ্ছে। তাদের জীবিকা নির্বাহসহ ব্যবসা বাণিজ্য ও চলাফেরার অনেক অসুবিধা হচ্ছে। আমি অনুরোধ করব আপনারা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে সেটা পালন করবেন।' সভায় মেয়র তাপস সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান। তিনি বলেন, 'লকডাউন কঠোরভাবে আমাদের পালন করতে হবে। তাহলে আমরা এলাকাটা সংক্রমণ মুক্ত করতে পারব। তারপর সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটা পালন করব।’ |