ই-পেপার বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

করোনা সার্টিফিকেট ছাড়া বাংলাদেশি যাত্রীদের ঢুকতে দেবে না আমিরাত
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম আপডেট: ০৯.০৭.২০২০ ৪:০৬ এএম  (ভিজিট : ১৩২)
দুবাই ভ্রমণে ইচ্ছুক এমন নির্দিষ্ট ১০ দেশের যাত্রীদের দুবাই প্রবেশের পূর্বে করোনা পরীক্ষা করাতে হবে। বুধবার আরব আমিরাত কর্তৃপক্ষ বিমানে ভ্রমণের জন্য নতুন করে প্রয়োজনীয় তথ্যের সংযোজন করেছে। এতে বলা হয়েছে দুবাই তথা আরব আমিরাত ভ্রমণে ইচ্ছুক বা আরব আমিরাতের বৈধ ভিসাধারীদের যারা বর্তমানে আমিরাতের বাইরে অবস্থান করছেন এমন ১০ নির্দিষ্ট দেশের যাত্রীদের দুবাই আগমনের পূর্বে করোনা নেগেটিভ ফলাফলের প্রয়োজন হবে এবং করোনা পরীক্ষার ফলাফল ৯৬ ঘণ্টার মধ্যে হতে হবে।
আমিরাত কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্দিষ্ট ১০টি দেশ থেকে যারা এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করতে চায় তাদেরকে স্থানীয় সরকার কর্তৃক অনুমোদিত হাসপাতাল থেকে অথবা আমিরাত সরকার কর্তৃক মনোনীত দেশের যেকোনো পরীক্ষাগার থেকে করোনা নেগেটিভ ফলাফল বহন করতে হবে।
এর আগে ৭ জুলাই থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য দুবাই বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। যে ১০টি দেশের যাত্রীদের করোনা পরীক্ষা সার্টিফিকেট নিয়ে দুবাই আসতে হবেÑ বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, মিশর, ইরান, ফিলিপাইন, রাশিয়ান ফেডারেশন, তাঞ্জানিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close