ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ভারতে এক দিনে রেকর্ড সংক্রমণ সাড়ে ২৭ হাজারের বেশি, মৃত্যু ৪৭৫ জনের
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২০, ১২:০০ এএম  (ভিজিট : ৮৪)
ভারতে প্রতিদিনই রেকর্ড হারে করোনা সংক্রমণ শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৫৬৮ জন। মৃত্যু হয়েছে ৪৭৫ জনের, যা ভারতে এক দিনের আক্রান্ত এবং মৃত্যুর নিরিখে রেকর্ড। এই নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৭ লাখ ৯৪ হাজার ৮৬৪ জনে। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ৬০৪ জন। যার মধ্যে অ্যাকটিভ করোনা কেস রয়েছে ২ লাখ ৭৬ হাজারের বেশি। এখন পর্যন্ত ভারতে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৯৫ হাজার ৯৬০ জন।
বর্তমানে করোনা আক্রান্তের নিরিখে বিশে^র মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরই তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে সব থেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ৫৯৯ জন। সেখানে মৃত্যু হয়েছে ৯৬৬৭ জনের। তারপরই রয়েছে তামিলনাড়ু এবং দিল্লি।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close