ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

চট্টগ্রামে ১০০ দিনে ১১ হাজার ৪৯০ জনের করোনা শনাক্ত
প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২০, ১১:০১ এএম  (ভিজিট : ১৯২)
চট্টগ্রামে করোনা শনাক্তের পর থেকে ১০০ দিন পূর্ণ হল। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪২৫টি নমুনা পরীক্ষা হয়। এতে ১০৫ জনের পজিটিভ আসে। ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় এ রোগে মারা গেছেন নগর ও জেলায় একজন করে।

আজ (১২ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, গতকাল শনিবার বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে মোট ৪২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৫ জনের পজেটিভ পাওয়া যায়। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে মোট ১১ হাজার ৪৯০ জনের।

তিনি জানান, মোট শনাক্তের মধ্যে নগরে ৮ হাজার ১৪ জন, জেলায় ৩ হাজার ৪৭৬ জন। মোট মৃত্যুবরণকারীর মধ্যে নগরে ১৫৩ জন, জেলায় ৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫৫ জন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close