মেসির নতুন রেকর্ড
সময়ের আলো অনলাইন
|
![]() এদিন ভিদালকে গোলে সহায়তা করার মধ্য দিয়ে লা লিগার ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ২০টি গোল ও ২০টি অ্যাসিস্ট করার রেকর্ড গড়েন আর্জেটাইন ফুটবল তারকা মেসি। তার আগে ২০০৮-০৯ মৌসুমে জাভি হার্নান্দেজ লা লিগায় ২০টির অধিক অ্যাসিস্ট করেছিলেন। তবে লা লিগায় কেউ-ই তার মতো ২০টির অধিক গোল ও ২০টি অ্যাসিস্ট করতে পারেননি।
|