ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

তেজগাঁও থানা হাজতে রাত কাটাতে হবে ডা. সাবরিনার
প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২০, ১০:৫৪ পিএম আপডেট: ১২.০৭.২০২০ ১০:৫৮ পিএম  (ভিজিট : ৫৪২)
করোনাভাইরাস পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুমতি বাতিল হওয়া জেকেজি হেলথকেয়ারের ‘চেয়ারম্যান’ ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে রাতে তেজগাঁও থানার হাজতখানায় রাখা হয়েছে। জানা গেছে, আজকের রাতটি তাকে এখানেই কাটাতে হবে।

রোববার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন।  

তিনি বলেন, ‘ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয় থেকে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে থানায় এনে থানাহাজতে রাখা হয়। বর্তমানে ডা. সাবরিনা থানাহাজতে আছেন। সোমবার রিমান্ডের জন্য আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে।’

প্রসঙ্গত, ডা. সাবরিনা আরিফ চৌধুরী নামে পরিচিত হলেও তার মূল নাম ডা. সাবরিনা শারমিন হুসাইন। ইতোমধ্যে করোনাভাইরাস পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুমতি বাতিল হয়েছে জেকেজি হেলথকেয়ারের।

এর আগে, দুপুরে তেজগাঁও বিভাগীয় উপপুলিশ কমিশনার (ডিসি) কার্যালয়ে সাবরিনাকে ডাকা হয়। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ও তাকে বরখাস্ত করার ঘোষণা দেয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ


সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close