ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

আক্রান্ত প্রায় ১ কোটি ২৯ লাখ বিশে^ করোনায় মৃত্যু বেড়ে ৫ লাখ ৬৪ হাজার
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২০, ১২:০০ এএম  (ভিজিট : ১০৮)
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৯ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার। জনস হপকিন্স বিশ^বিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার রাত পর্যন্ত বিশ^ব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৪৭২ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭২০ জনের।
বিশে^ একক দেশ হিসাবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৪৫ হাজার ১৫৮ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৭৭ জনের।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যুÑ উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৩৯ হাজার ৮৫০ জন এবং মৃত্যু হয়েছে ৭১ হাজার ৪৬৯ জনের।
ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে তৃতীয় স্থানে। তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান সাত নম্বরে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৫০২ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৮৮৩ জনের।
মৃত্যু বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১২ নম্বরে। ইতালিতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪২ হাজার ৮২৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৯৪৫ জনের।
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পাঁচ নম্বরে। তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ছয়ে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৫ হাজার ২৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৭৩০ জনের।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত বিবেচনায় বিশে^র মধ্যে তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় রয়েছে আট নম্বরে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২০ হাজার ৯১৬ জন এবং মৃত্যু হয়েছে ২২ হাজার ১২৩ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ^ব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সঙ্কটকে মহামারি ঘোষণা করে বিশ^ স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close