ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

জেকেজি সাবরিনা কাঁদতে কাঁদতে জানালেন তিনি নির্দোষ
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৪:০৫ পিএম  (ভিজিট : ২৮৬)
করোনার পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট বিক্রির অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে  দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এসময় শুনানি চলাকালে কান্নায় ভেঙ্গে পড়েন সাবরিনা। তিনি বলেন, জেকেজির চেয়ারম্যান আমাকে বলা হচ্ছে। কিন্তু আমি জেকেজির চেয়ারম্যান না। আমাকে ফাঁসানো হয়েছে। আমি নির্দোষ।

আজ (১৩ জুলাই) সাবরিনাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড চায় পুলিশ। তবে আদালত শুনানি শেষে তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল (১২ জুলাই) দুপুরে এই আলোচিত চিকিৎসক সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close