ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত ভাঙছে বাঁধ, বাড়ছে দুর্ভোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ১২:০০ এএম  (ভিজিট : ১৩৬)
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে অস্বাভাবিকভাবে বাড়ছে নদ-নদীর পানি। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গর্তের সৃষ্টি হওয়ায় ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। জামালপুরে ১৫টি গ্রামের সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট, ফসল, বীজতলা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মানুষ। শিবনদীর টেংরা নামক স্থানের বাঁধ কেটে দেওয়ায় রাজশাহীর বাগমারায় ৭টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। খাদ্য, আবাসন সঙ্কটসহ নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জ জেলার অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছে। আমাদের নিজস্ব প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো খবরÑ
গাইবান্ধা : তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির ফলে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার ২৬টি ইউনিয়নের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। অস্বাভাবিকভাবে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফুলছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। এরই মধ্যে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি অংশ অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের  এরপর পৃষ্ঠা : ৯ কলাম ৬






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close