ফাহিম সালেহের দাফন সম্পন্ন
সময়ের আলো অনলাইন
|
![]() নিউইয়র্ক সময় রোববার (১৯ জুলাই) দুপুর ১২টায় এ জানাজা ও দাফন সম্পন্ন হয়। রোববার সকালে ফাহিম সালেহ’র মরদেহ হাসপাতাল থেকে ফিউনিয়ারেলের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। সেখান থেকে সরাসরি ফাহিম সালেহর বাবার বাসা নিউ উইনডসর এলাকায় স্থানীয় কবরস্থান নূর সেমেট্রিতে নেয়া হয়। মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটানে নিজের বিলাসবহুল এপার্টমেন্টে ফাহিমের লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার খুনের অভিযোগে পুলিশ ফাহিমের সাবেক ব্যক্তিগত সহকারী টাইরিস ডেভন হ্যাসপিলকে গ্রেপ্তার করে।
|