২৭ জুলাইয়ের মধ্যে বোনাস দেয়ার সরকারি নির্দেশনা থাকার পরও আজকের দিন পর্যন্ত বোনাস পায়নি ২২৯টি পোশাক কাখানার শ্রমিকরা।
বুধবার (২৯ জুলাই) বিকেল এ তথ্য জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।
সংগঠনটি তাদের দেয়া তথ্যে জানিয়েছে, বিজিএমইএ'র সদস্যভুক্ত ১৮৯৮টি পোশাক কারখানার মধ্যে শ্রমিকদের বোনাস দিয়েছে ১৬৬৯টি কারখানা। অর্থাৎ এখনও ১২ শতাংশ কারখানা বোনাস পরিশোধ করেনি।
এর আগে, গত ২০ জুলাই তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদুল আজহার বোনাস ২৭ জুলাইয়ের মধ্যে পরিশোধ করার কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ওই দিনই জানানো হয়, চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হবে ৩০ জুলাইয়ের মধ্যে।