পানির দরে বিক্রি হচ্ছে পশুর চামড়া, হতাশায় চামড়া বিক্রেতারা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
|
![]() শনিবার (১ আগষ্ট) ঈদের দিন বিকেলে নওগাঁর ধামইরহাট উপজেলা বাজার, আমইতারা বাজারসহ বিভিন্ন স্থানে চামড়া সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে আসা ক্রেতা বিক্রতাদের মাঝে দেখা গেছে চাপা ক্ষোভ। আকার ভেদে গরুর চামড়া ২শ থেকে ৫শত টাকায় কেনা-বেচা হলেও ছাগলের চামড়া ১ টাকা থেকে ১০ টাকায় বেচা-কেনা হতে দেখা গেছে। অন্যদিকে ছোট ছাগলের চামড়া বাজারে চাহিদা না থাকায় ১শ টি চাড়া মাত্র ১০ টাকায় বিক্রয় করতে বাধ্য হয়। এ সময় দাম না পেয়ে গ্রামের অনেকেই দেখা গেছে ছাগলের চামড়া রাস্তার পাশে ফেলেদিতে। ছাগলের চামড়া বিক্রি করতে আসা আংগরত গ্রামের জয়নাল আবেদিন ও মহিসর গ্রামের আব্দুর রাজ্জাক ক্ষোভের সাথে বলেন, ছাগলের চামড়া বিক্রি করতে এসে দেখি, মূল্য তো দূরের কথা ব্যবস্যায়ীরা কিনতেই চায় না। তাই ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। ফার্সিপাড়া গ্রামের চামড়া ব্যবস্যায়ী শ্যামল বলেন, আগের বারের চাইতে এবারও গরু ছাগলের চামড়ার দাম অনেক কম। আজ গরুর কিছু চামড়া কিনেছি কিন্তু খাসি বা ছাগলের চামড়ার চাহিদা না থাকায় কিনছি না।
|