ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

গবেষণার তথ্য
বায়ুদূষণে আয়ু কমেছে ২ বছর
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২০, ১২:০০ এএম  (ভিজিট : ১০৩)
বায়ুদূষণে বিশ^ব্যাপী মানুষের গড় আয়ু প্রায় ২ বছর হ্রাস পেয়েছে। শিকাগো বিশ^বিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) পরিচালিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের তথ্য বিশ্লেষণে এমনটা দেখা গেছে। বিশ^ব্যাপী কোটি কোটি মানুষের জন্য বায়ুদূষণ এক বড় হুমকি এবং বৈশি^ক করোনাভাইরাস মহামারির মধ্যে গবেষকরা প্রাথমিকভাবে করোনা সম্পর্কিত মৃত্যু এবং বায়ুদূষণের মধ্যে একটি ইতিবাচক পারস্পরিক সম্পর্ক চিহ্নিত করেছেন। খবর ইউএনবির। বিশ্লেষণে বলা হয়েছে, করোনার আগেও বায়ুদূষণ মানবস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ঝুঁকি ছিল এবং শক্তিশালী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা না হলে করোনা পরিস্থিতির পরও এ ঝুঁকি থাকবে। য²া, এইচআইভি বা এইডস ও ধূমপানের চেয়েও অনেক ক্ষেত্রে মানুষের আয়ু কমানোতে বেশি প্রভাব ফেলে বায়ুদূষণ। এ দূষণ দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। বিশে^র প্রায় এক চতুর্থাংশ মানুষ বাস করে দক্ষিণ এশিয়ার চারটি দেশÑ বাংলাদেশ, ভারত, নেপাল এবং পাকিস্তানে, যা বিশে^র সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে অন্যতম।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close