ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মৃত্যুপথযাত্রী প্রবাসীদেরও মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২০, ১০:৪০ পিএম আপডেট: ০৯.০৮.২০২০ ১১:০৭ পিএম  (ভিজিট : ৯১৬)
ট্রাভেল পাস নিয়ে মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে মৃত্যুপথযাত্রী প্রবাসীদের। মালয়েশিয়ায় ভিক্ষা করে টাকা জোগাড় করার পরও সে দেশের এয়ারপোর্ট থেকে ট্রাভেল পাস নেওয়া প্রবাসীদের ফেরত পাঠানোর ঘটনায় চাপা ক্ষোভ বিরাজ করছে মালয়েশিয়ায় বাংলাদেশিদের মাঝে। এ সময় বাংলাদেশ হাইকমিশনের ওপর ক্ষোভ প্রকাশ করে প্রবাসীরা। সম্প্রতি দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের কমিউনিটি সংগঠন থেকে অসহায় মৃত্যুপথযাত্রীদের দেশে পাঠানোর জন্য চাঁদা তুলে সব প্রক্রিয়া শেষ করে এয়ারপোর্টে নিয়ে গেলে এয়ার এশিয়ার কাউন্টার থেকে বডিং না করে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় কাউন্টার কর্মরত এয়ার এশিয়ার কর্মকর্তারা জানান, বাংলাদেশ থেকে অনুমতি দেওয়া হয়নি ট্রাভেল পাসধারীদের প্রবেশের। যার কারণে আমরা ট্রাভেল পাস যাত্রীদের পরিবহনের অনুমতি দিচ্ছে না। এ ব্যাপারে নিজের ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কমিউনিটি নেতা মোহাম্মদ রাহাদুজ্জামান।
সে পোস্টে তিনি উল্লেখ করেন, কাউন্টার ম্যানাজারের একটিই ভাষ্য ছিলÑ ট্রাভেল পাস দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন গ্রহণ করবে না, তাই তারা যেতে দিতে পারবে না। তারা বাংলাদেশ ইমিগ্রেশনের পারমিশন চাচ্ছিল, হয়তো বাংলাদেশ ইমিগ্রেশনের একটি পারমিশন লেটার থাকলে আজ এ অবস্থা হতো না। এ দায়িত্বটা আসলে কার?






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close