ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

লকডাউনে ভুটান
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ৭:০১ পিএম  (ভিজিট : ১৫৬)
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন ১১৩ জন করোনা রোগী রয়েছে ভুটানে। এ অবস্থায় বিদেশফেরত এক নাগরিকের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে ভুটান।

মঙ্গলবার (১১ আগস্ট) ভুটান সরকার এ ঘোষণা দেয়। ভুটান সরকারের বিবৃতিতে বলা হয়, ‘সংক্রমণের চেইন ভেঙে দিতে, রোগী শনাক্ত ও তাদের বিচ্ছিন্ন রাখতেই অপ্রত্যাশিত এ লকডাউন দেওয়া হয়েছে। উপসর্গবিহীন রোগী, সংক্রমণের বিস্তৃতি এবং রোগটি থেকে নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে।’

বার্তা সংস্থা রয়টার্স-এর খবরে জানানো হয়েছে, কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাওয়ার পর বিদেশফেরত ওই ব্যক্তি রাজধানী থিম্পুর অনেক বাসিন্দার সংস্পর্শে এসেছিলেন। 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close