ই-পেপার বুধবার ১৭ এপ্রিল ২০২৪
বুধবার ১৭ এপ্রিল ২০২৪

স্থূলতার জন্য বেঁচে গেলেন চীনের এক যুবক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ১২:২৪ পিএম আপডেট: ১৪.০৮.২০২০ ৫:৩৮ পিএম  (ভিজিট : ২৩৯)
অতিরিক্ত মেদও কখনো জীবনের জন্য আর্শিবাদ হয়ে দেখা দেয়, তা চীনের ২৮ বছরের লিউ নামে এক ব্যক্তির চেয়ে ভালো কেউ বুঝবে না। কারণ এই স্থূলতাই আজ তার দ্বীতিয় জীবন পাওয়ার পেছনে কারণ।  লিউ-এর ওজন প্রায় ৫০০ পাউন্ড (প্রায় ২২৬ কেজি)।

চীনের এই ব্যক্তির এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এটি চীনের হেনান প্রদেশের লুয়ং শহরের ঘটনা। তাতে দেখা যায় লিউ বাড়ির কূপের মধ্যে পড়ে যান। এটি লিউ-দের পরিবারের ব্যবহারের জন্য তৈরি কূপ। তিনি একেবারে নীচে পড়ে যাননি, বরং কূপের মুখে আটকে গিয়েছিলেন। আসলে কূপের মুখটি খুব ছোট, লিউ-এর বিশাল শরীর তাতে কোমর পর্যন্ত ঢুকে গেলেও পেটের কাছে আটকে যায়।

বিপদের কথা ভেবেই কূপের মুখে একটি কাঠের পাটাতন ঢাকা দেওয়া থাকত। কিন্তু সম্প্রতি সেটি নষ্ট হয়ে যাওয়ার ফলে ভুলবশত কূপে পড়ে আটকে যান লিউ। কিন্তু কূপের মুখ তার স্বাস্থের তুলনা ছোট হওয়ায় কূপের মুখে আটকে যান লিউ। খবর যায় ফায়ার সার্ভিসের কাছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে সেখান থেকে উদ্ধার করেন। 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close