ই-পেপার বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

রাজস্থানে নৌকা ডুবে ১৪ তীর্থযাত্রীর মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৪ পিএম  (ভিজিট : ১০০)
ভারতের রাজস্থানের চম্বল নদীতে একটি বড় নৌকাডুবির ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতরা সবাই তীর্থযাত্রী ছিল বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে রাজস্থানের কোটায় এ দুর্ঘটনা ঘটে। ইন্ডিয়া টাইমস। পুলিশ সূত্রে জানা গেছে, নৌকাটিতে প্রায় ৪০ জন তীর্থযাত্রী এবং ১৪টি মোটরসাইকেল ছিল। নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সুপার শরদ চৌধুরী জানান, নদীতে নৌকাটি উল্টে যাওয়ার পর ২০-২৫ জন তীর্থযাত্রী সাঁতরে পাড়ে ওঠে। নৌকায় বেশ কয়েকজন মহিলা এবং শিশুও ছিল। বুন্দি জেলার ইন্দরগড়ে কমলেশ^র মহাদেব মন্দির দর্শনের জন্য যাচ্ছিল এই পুণ্যার্থীরা।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close