ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ঈশ^রদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ৪ জন আহত
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৩ পিএম  (ভিজিট : ৮৮)
ষ   পাবনা প্রতিনিধি
পাবনা ঈশ^রদী-৪ আসনের উপনির্বাচনে প্রচারণায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আহম্মেদ হিমেল রানাসহ চারজন গুরুতর আহত হয়েছে। তাদেরকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পরে তিনজনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ তিনজনকে ঢাকায় রেফার করেছেন।
জানা গেছে, সোমবার বিকালে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক ঈশ^রদী উপনির্বাচনে জেলা বিএনপির সব স্তরের নেতাকর্মীরা প্রচারণা চালায়। এক পর্যায়ে প্রার্থীর কর্মীদের সঙ্গে জেলার নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধলে চারজন আহত হয়। ঘটনার পরে স্থানীয় নেতাকর্মীরা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পাবনা ঈশ^রদী থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, খাবার টেবিলে বিএনপির দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কোনো পক্ষই লিখিত অভিযোগ নিয়ে আসেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close