ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

হামাস-ফাতাহ ঐকমত্য
৬ মাসের মধ্যে ফিলিস্তিনে নির্বাচন
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৫ পিএম  (ভিজিট : ৮৮)
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এবং তাদের প্রতিদ্ব›দ্বী পশ্চিম তীরের ফাতাহ প্রায় ১৫ বছর পর ফিলিস্তিনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে। উভয় পক্ষের কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানান। ফাতাহ নেতা মাহমুদ আব্বাস এবং হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মধ্যে সমঝোতা চুক্তির আওতায় আগামী ছয় মাসের মধ্যে ফিলিস্তিনে সংসদীয় ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ ফিলিস্তিনের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। সেই নির্বাচনে অপ্রত্যাশিত বিপুল জয় পেয়েছিল হামাস। নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে হামাস সরকার গঠন করার কিছুদিন পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সে সরকার ভেঙে দেন। তখন থেকে গাজা উপত্যকা শাসন করে আসছে হামাস। আল আরাবিয়া।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close