ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ভাঙছে টাইগারদের জৈব সুরক্ষা বলয়
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৪ পিএম  (ভিজিট : ৮০)
ক্রীড়া প্রতিবেদক
এই করোনাকালে মাঠে ক্রিকেট ফেরাতে বেশ কাঠখড়ই পোড়াতে হচ্ছে
কর্তৃপক্ষকে। ক্রিকেটারদের স্বাস্থ্যের দিকে দিতে হচ্ছে বাড়তি নজর। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাঠ থেকে শুরু করে টিম হোটেলÑ সর্বত্রই জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করতে হচ্ছে। যেটাকে বলা হচ্ছে ‘জৈব সুরক্ষা বলয়’। এই বলয়ে যেসব ক্রিকেটার বা যারা ঢুকবেন, সিরিজ বা টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত তারা বের হতে পারবেন না। করোনা বিরতির পর মাঠে ক্রিকেট ফেরার শুরু থেকেই এমন পদ্ধতি অনুসরণ করতে দেখা গেছে কর্তৃপক্ষকে। সেখানে কিছুটা ব্যতিক্রম হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)!
বহুল আলোচিত শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে জৈব সুরক্ষা বলয় গড়ে তুলেছে বিসিবি। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের ২৫ জনকেই (করোনায় আক্রান্ত পেসার আবু জায়েদ রাহী আছেন আইসোলেশনে আর করোনামুক্ত সাফই হাসান এখনও বিশ্রামে) ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই বলয়ে। কিন্তু টাইগারদের তিন দিনের ছুটি দিয়ে সেই সুরক্ষা বলয় ভাঙতে যাচ্ছে বিসিবি। মূলত শ্রীলঙ্কা সফর পিছিয়ে যাওয়ার কারণেই অনুশীলন ক্যাম্প তিনদিন বন্ধ রেখে শনিবার ক্রিকেটারদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ছুটি পেয়ে মুমিনুল-তামিমরা চলে যাচ্ছেন যার যার বাসায়। ৩০ সেপ্টেম্বর আবার তারা জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন, এর আগে অবশ্য সবাইকে ২৯ তারিখের করোনা পরীক্ষায় উতরাতে হবে।
পূর্বপরিকল্পনা অনুযায়ী আজই শ্রীলঙ্কাগামী বিমান ধরার কথা ছিল টাইগারদের। কিন্তু সেটা আর হচ্ছে না। সফরটি হবে, তবে প্রায় দুই সপ্তাহ পিছিয়ে। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন পরিকল্পনার আর স্বাস্থ্য নির্দেশিকা পাঠাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তাতে কোনোরূপ সমস্যা না থাকলে ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে তিন টেস্টের সিরিজ খেলতে দেশ ছাড়বে টাইগাররা। শনিবার এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। সফরের আগে যেহেতু হাতে এখন পর্যাপ্ত সময় আছে, তাই ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে। আকরাম যেমন বললেন, ‘আমরা তিন দিনের বিরতি দিয়েছি। তিনদিন পর আবার অনুশীলন চলবে।’
করোনাকালে বন্দিজীবন কাটিয়েছেন, লম্বা সময় ক্রিকেট থেকে দূরে থাকায় ক্রিকেটারদের জন্য সেটা ছিল বিরক্তির এক অভিজ্ঞতা। অনুশীলনে ফিরেও জৈব সুরক্ষা বলয়ের নামে আবার সেই বন্দিজীবনেই ঢুকে যেতে হয়েছিল টাইগারদের। টানা ছয় দিন এভাবে থেকে বেশ হাঁপিয়ে উঠেছিলেন তারা। তিন দিনের ছুটিতে সেই বন্দিজীবন থেকে মুক্তি মিলছে ক্রিকেটারদের। তাদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করেই জৈব সুরক্ষা বলয় ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে তিন দিনের ছুটি দেওয়া হচ্ছে। ওদের আমরা কিছু নির্দেশনা দিয়ে দিয়েছি। ফের বলয় তৈরি করতে হলে আবার করোনা পরীক্ষা করিয়ে ক্রিকেটারদের হোটেলে তোলা হবে।’
বন্দিজীবনে হাঁপিয়ে উঠলেও গত এক সপ্তাহে সবাই একত্রে থেকে যেভাবে অনুশীলন করেছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা, সেটিতে অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন দলের তরুণ মিডলঅর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী। শনিবার অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘বায়ো-সিকিউর বাবলের মধ্যে আমরা ক্যাম্প করছি, একটা নতুন অভিজ্ঞতা। অভিজ্ঞতাটা খারাপ নয়। কারণ, এখন সত্যি বলতে সবাই একটু আতঙ্কিত যে, বাইরে গেলে কী হবে বা নিজেও সংক্রমিত হয়ে যাব কিনা। এই ভয়টা এখন মন থেকে দূর হয়েছে। এটির মধ্যে ঢুকলে আমরা নিরাপদ থাকব, এই চিন্তা মাথায় রেখে সবাই সুন্দরভাবে অনুশীলন করেছি।’











সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close