ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

পূর্বশত্রুতায় মুদি দোকানি খুন
৯৯৯-এ কল করে  ঘাতক গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৫ পিএম  (ভিজিট : ৯৭)
রাজধানীর মোহাম্মদপুরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানিকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মাদপুর পুলপাড় এলাকার হোসেন সাহেবের গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে হত্যাকাণ্ডের বিষয়টি জানায়। পরে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে রাহাত মিয়া (২৫) নামে ঘাতক ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, নিহত নজরুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ও ঘাতক রাহাতের বাড়ি ময়মনসিংহের ত্রিশালের ধানিখোলায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, নজরুল ইসলামকে ছুরিকাঘাতের পর স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানায়। পরে তাৎক্ষণিক বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘাতক রাহাতকে গ্রেফতার করে।  মোহাম্মদপুর থানার ওসি মো. আবদুল লতিফ জানান, মোহাম্মদপুর পুলপাড় হোসেন সাহেবের গলিতে নিজস্ব মুদি দোকান রয়েছে নজরুলের। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দোকানে ছিলেন তিনি। তখন রাহাত দোকানে ঢুকে তার পেটে ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহাত পুলিশকে জানায়Ñ তার সঙ্গে নজরুলের পূর্বে একটি ঘটনার শত্রুতা ছিল। ওই ঘটনার জেরে সে ছুরিকাঘাত করেছে। এ ঘটনার নেপথ্যে আরও কোনো কারণ বা অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close