ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

বিসিবির প্রতি সোহানের কৃতজ্ঞতা
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ১২:২৮ পিএম  (ভিজিট : ২৩৩)
করোনার কারনে গেল মার্চ থেকে দেশের ক্রিকেট স্তব্ধ হয়ে পড়েছিলো। তবে দীর্ঘদিন পর অবশেষে মাঠে ফিরে আসে ক্রিকেট।

এ মাস থেকেই জাতীয় দল, এইচপি দল ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়দের নিয়েই তিনটি দল গঠন করে বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদুল্লাহ একাদশ, নাজমুল একাদশ ও তামিম একাদশ নামে তিনটি দল গঠন করা হয়। তিন দলের অধিনায়ক করা হয়েছে- মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালকে।

মাহমুদুল্লাহ একাদশের হয়ে খেলছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। করোনার মধ্যেও ক্রিকেটকে মাঠে ফেরাতে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করায় বিসিবিকে ধন্যবাদ দিলেন সোহান।

আজ সোহান বলেন, ‘সত্যিকারর্থে দেশের এই পরিস্থিতিতে এমন একটি টুর্নামেন্ট আমাদের জন্য খুব বেশি দরকার ছিলো। কারন আমরা প্রায় সাত মাস খেলার বাইরে ছিলাম। আমার কাছে মনে হয়, এই টুর্নামেন্টের মাধ্যমে সবাই আবার সবার জায়গায় ফেরত আসতে পারবে। এবং অবশ্যই বিসিবিকে ধন্যবাদ এরকম একটি টুর্নামেন্ট আয়োজন করে আমাদের খেলায় ফিরিয়ে নিয়ে আসার জন্য।’

২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় টি-টুয়েন্টি দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় সোহানের। ঐ বছরই নিউজিল্যান্ডের মাাটিতে ওয়ানডে পথচলা শুরু হয় তার। আর ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্ট খেলার সুযোগ পান তিনি।

অভিষেকের পর গত চার বছরে দেশের হয়ে মাত্র ৩টি টেস্ট, ২টি ওয়ানডে ও ৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেন সোহান। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সোহান। সেটি ছিলো টেস্ট ম্যাচ। তাই দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন তিনি।

জাতীয় দলের বাইরে থাকায় ঘরোয়া ক্রিকেট বেশি গুরুত্ব পাচ্ছে সোহানের কাছে। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছি। ঘরোয়া লিগগুলো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, আমি যেকোন টুর্নামেন্টই খেলি নিজের শতভাগ দেয়ার চেষ্টা করি। সত্যিকারর্থে দুর্বল জায়গাগুলো নিয়ে আলাদাভাবে কাজ করার চেষ্টা করছি। ব্যাটিং ও উইকেটকিপিং দু’টোকে নিয়ে আলাদাভাবে কাজ করছি। ইনশাল্লাহ, ভালো কিছু আশা করবো। অবশ্যই যেখানেই খেলি না কেন, যেখানেই সুযোগ আসুক না কেন, নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো।’

বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে ১৪ ও দ্বিতীয় ম্যাচে তামিম একাদশের বিপক্ষে অপরাজিত ৪১ রান করেন ২৬ বছর বয়সী সোহান।বাসস 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close