ইউরোপে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে
সময়ের আলো অনলাইন
|
![]() পরিসংখ্যান অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ইউরোপে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৫০ হাজার ৩০ জনে দাঁড়িয়েছে। মৃতের এ সংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি ঘটে এ মহাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচটি দেশে। এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, বৃটেনে এ পর্যন্ত ৭ লাখ ২২ হাজার ৪০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৪৩ হাজার ৬৪৬ জন প্রাণ হারিয়েছে। ব্রিটেনের পর ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ইতালিতে ৩৬ হাজার ৫৪৩ জন, স্পেনে ৩৩ হাজার ৭৭৫ জন, ফ্রান্সে ৩৩ হাজার ৩৯২ জনের করোনায় মৃত্যু হয়েছে। রাশিয়ায় এ পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ১৮৭ জনে দাঁড়িয়েছে। গত সাত দিনে ইউরোপে ৮ হাজার ৩৪২ জন করোনায় প্রাণ হারিয়েছে। মধ্য-মে’র পর থেকে সাপ্তাহিক হিসাবে এ অঞ্চলে মৃতের এ সংখ্যা সর্বোচ্চ। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বেড়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত নগরী ও অঞ্চলগুলোতে বিধিনিষেধ জোরদার করার পর সর্বশেষ এ পরিসংখ্যান প্রকাশ করা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় দপ্তর বৃহস্পতিবার জানায়, ইউরোপে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এখন একটি ‘বড় উদ্বেগ’ হিসেবে দেখা দিয়েছে। বাসস |