ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

মেহেরপুরে ফারুক হত্যার মূল আসামি গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০, ১১:১৮ পিএম আপডেট: ২৭.১০.২০২০ ১২:২৯ এএম  (ভিজিট : ২০৩)
মেহেরপুরে সমাজসেবা অফিসের মাঠকর্মী ফারুক হোসেন হত্যা মামলার মূল আসামি ফারুক হোসেন ওরফে বড় ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাকে ঢাকা থেকে আটক করা হয়। পরে তাকে কোর্টে নেওয়া হলে স্বীকারোক্তিমূলক জবাবনবন্দি দেয় সে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা জানান, বেশ কিছুদিন আগে ফারুকের স্ত্রীর সঙ্গে সমাজসেবা অফিসের মাঠকর্মী বন্ধু ফারুকের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তারই জের ধরে বৃহস্পতিবার রাতে শহরের তাঁতিপাড়ায় ফারুকের নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরদিন নিহতের স্ত্রী নাজমা খাতুন বাদী হয়ে অজ্ঞাতপরিচয়দের আসামি করে থানায় হত্যা মামলা করেন। আসামি ফারুককে গ্রেফতারের পর সোমবার দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।











সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close