ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ছেলে শিশু ধর্ষণ
শাস্তি মৃত্যুদণ্ড করার নির্দেশনা চেয়ে লিগ্যাল নোটিস
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ১০:৪৮ পিএম আপডেট: ২৯.১০.২০২০ ১১:০৮ পিএম  (ভিজিট : ১২০)
ছেলে শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদÐের বিধান করার নির্দেশনা চেয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। নোটিসে সম্প্রতি মাদ্রাসাগুলোতে শিক্ষকের মাধ্যমে ছেলে শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে দÐবিধির ৩৭৫ ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ ধারায় প্রয়োজনীয় পরিবর্তন এনে এসব ঘটনার শাস্তি মৃত্যুদÐ প্রয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে আলিয়া মাদ্রাসা ও কওমি
 
মাদ্রাসাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক মহিলা শিক্ষক নিয়োগ করে বিশেষত শিশুদের মহিলা শিক্ষকের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা নিতে নোটিসে বলা হয়েছে। ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিমকোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার বৃহস্পতিবার নোটিসটি পাঠান।
স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, শিক্ষা সচিব, ধর্ম সচিব, আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নোটিসটি পাঠানো হয়েছে। ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের মাদ্রাসাগুলোতে শিক্ষকের মাধ্যমে ক্রমবর্ধমান ছাত্র ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে একটি লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে।’






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close