ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

ই-হেলথ প্লাটফর্ম
প্রতিদিন ২৪ ঘণ্টা চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা করলো ট্রিটমেন্ট
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৬:২৪ পিএম আপডেট: ১৭.১১.২০২০ ৬:২৫ পিএম  (ভিজিট : ৫২৮)
ই-হেলথ প্লাটফর্ম ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক-এর উদ্বোধনী লাইভ শো অনুষ্ঠিত হলো মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায়।

প্রয়োজনীয় মুহূর্তে ডাক্তারদের ২৪/৭ ভিডিও কল, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সুবিধাসহ সারাদেশে এম্বুলেন্স, ব্লাড ব্যাংক, ওষুধ, মেডিক্যাল যন্ত্রাদি, হাসপাতাল, ক্লিনিক ও ইনটেনসিভ কেয়ার সার্ভিসের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক।

ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক এর উদ্বোধনী লাইভ শো’-তে মূল্যবান বক্তব্য রেখেছেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, প্রাক্তন অধ্যাপক, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ; অধ্যাপক ডা. বে-নজির আহমেদ, সংক্রামক রোগ বিশেষজ্ঞ, সাবেক পরিচালক, রোগ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য অধিদপ্তর; অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রমুখ।

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘করোনাকালে ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক-এর মতো এমন একটি ই-হেলথ প্লাটফর্ম প্রতিষ্ঠা নিঃসন্দেহে সময়োপযোগী সিদ্ধান্ত। এটি অনলাইন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’

অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, ‘প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যসেবা প্রদান করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে মানুষকে তাদের ঘরে বসে সেবা গ্রহণের সুযোগ দিতে পারলেই ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক-এর উদ্দেশ্য সফল হবে। আমি ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

অধ্যাপক আব্দুল মান্নান তাঁর বক্তব্যে বলেন, ‘যারা হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ পান না, তাদের জন্য ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক একটি মাইল ফলক হিসেবে কাজ করবে।’

এছাড়াও লাইভে সংযুক্ত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, উপদেষ্টা, ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস এন্ড রেসপন্সিবিলিটিজসহ বেশ কয়েকজন চিকিৎসক ও রিপোর্টার। অনুষ্ঠানে শিশু সাংবাদিক মোহিনী পৃথুলার সঞ্চালনায় শিশু কিশোররা ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক সম্পর্কে মূল্যবান মতামত প্রদান করেছে।

মোহিনী পৃথুলা বলেন, ‘করোনার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রয়েছে। করোনার ভয়ে অনেকেই হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নিতে ভয় পাচ্ছেন, সুতরাং ঘরে বসে স্বাস্থ্যসেবা পেতে ই-হেলথ প্লাটফর্ম ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক এখন সময়ের দাবি।’

অনুষ্ঠানের সভাপতি ও ট্রিটমেন্ট ডট নেটওয়ার্ক-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. অপূর্ব পন্ডিত সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ


সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close