বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৬ লাখ : ডব্লিউএইচও
সময়ের আলো অনলাইন
|
![]() শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র প্রতিদিনে এ তথ্য উল্লেখ করা হয়। সূত্র মতে, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ১৮ জন। মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৮ হাজার। গত ২৪ ঘন্টায় সংক্রমণের সংখ্যা বেড়েছে ৬ লাখ ৪১ হাজার ৬৬৯ জন। মৃতের সংখ্যা বেড়েছে ১১ হাজার ৭৫২ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৯৭৯ জন, ভারতে ৯০ লাখ ৫ হাজার ৫৯৭ জন, ব্রাজিলে ৫৯ লাখ, ৮১ হাজার ৭৬৭ জন। বিশ্বে প্রতিদিনের আক্রান্তের ৪৩ শতাংশ ইউরোপে এবং এর পরেই উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অবস্থান।বাসস |