‘গোল্ডেন মনির’ ১৮ দিনের রিমান্ডে
সময়ের আলো অনলাইন
|
![]() আজ (২২ নভেম্বর) বিকালে পৃথক তিন আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেছেন। কথিত স্বর্ন ব্যবসায়ী মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছ। রোববার সকালে মনিরকে থানায় হস্তান্তরের পর র্যাবের পক্ষ এ মামলা তিনটি করা হয়। মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলো করা হয়। উল্লেখ্য, একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে মনিরের বাসায় শুক্রবার রাতে অভিযানে যায় র্যাব। ছয়তলা বাড়িতে শুক্রবার মধ্যরাতে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত অভিযান চলে। অভিযানে মনিরের বাড়ি থেকে ১ কোটি ৯ লাখ টাকা, ৪ লিটার মদ, ৮ কেজি স্বর্ণ, একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও মদের পাশাপাশি ৯ লাখ টাকা মূল্যের ১০ দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে র্যাব। এ ছাড়া বিলাসবহুল পাঁচটি গাড়িও জব্দ করা হয়। |