শহরের আসামবস্তী এলাকা থেকে রোববার সন্ধ্যায় পুলিশ রহস্যজনকভাবে মৃত এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহতের নাম ছামিয়া ইসলাম সাইমা (১৬)। সে রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ও স্থানীয় সাইফুল ইসলাম রাসেলের মেয়ে।
লাশ উদ্ধারের পর থেকে গা ঢাকা দিয়েছে বখাটে সাকিল। তথ্য পুলিশ ও হাসপাতাল সূত্রের।
স্থানীয়দের অভিযোগ, বখাটে সাকিলের সাথে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিলো। নিহতের বাবা এ প্রতিনিধিকে কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার মেয়ে ক্ষত-বিক্ষত। আমি আর কাটাছেঁড়া চাই না।
তদন্তকারী দারোগা লিমন বোস জানিয়েছে, নিহতের কক্ষের দরজা খোলা ছিল। পুলিশ সেখান থেকে একটি চিরকুট, গর্ভবতী নির্ণয়ের কীটসহ বেশ কিছু আলামত উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। তদন্ত চলছে। কারো জড়িত থাকার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।