ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে জি কে শামীমসহ দু’জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৯:৪২ পিএম  (ভিজিট : ১৪৯)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা বিভাগের নতুন ভবন নির্মাণ প্রকল্পের কাজ ভাগিয়ে নিতে জাল কাগজপত্র জমার অভিযোগে ঠিকাদার জি কে শামীমের বিরুদ্ধে আজ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারি পরিচালক ফখরুল ইসলাম বাদি হয়ে এ মামলা করেন।

একই মামলায় অপর এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স এসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম চৌধুরীকে আসামি করা হয়।

জেলা কার্যালয়-২ এর উপ-সহকারি পরিচালক হুমায়ুন কবির মামলাটি রেকর্ড করেন।

দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক লুৎফুল কবীর চন্দন সন্ধ্যায় বাসস’কে জানান, জি কে শামীমের প্রতিষ্ঠানসহ দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভুয়া কাগজপত্র দাখিল করে ৭৫ কোটি টাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ভবন নির্মাণের কাজ ভাগিয়ে নেয়। প্রাথমিক অনুসন্ধানে এর সত্যতা পাওয়ায় উভয় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আজ মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এখন আমরা পরবর্তী আইনি ধাপগুলো অনুসরণ করবো। বিচারিক প্রক্রিয়ার জন্য তদন্ত করে চার্জশিট দেয়া হবে।’ বাসস




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close