ষ কলকাতা সংবাদদাতা
পশ্চিমবঙ্গ রাজ্যে মাত্র আড়াই শতাংশ ভোট যদি আসাদুদ্দিন ওয়েইসির দল মিম টেনে নেয় তাহলে বড়ো ধাক্কা খেয়ে যেতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণে এমন তথ্যই উঠে আসছে। ইতোমধ্যে বাংলা লাগোয়া বিহারে ৫টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে মিম। একই সঙ্গে বিহারে ১৪টি আসনে ভোট কাটাকাটি করে মহাজোটের যাত্রা ভঙ্গ করে ছেড়েছে তারা। সুবিধা পাইয়ে দিয়েছে বিজেপিকে। একই সমীকরণ যদি বাংলার ক্ষেত্রেও ঘটে তাহলে রাজ্যে তৃণমূলকে ডুবিয়ে বিজেপির মুখে শেষ হাসি হাসানোর কারিগর হয়ে উঠতে পারে মিম।
ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাদের সংগঠন রয়েছে বলে দাবি করেছে মিম। বিহারে সাফল্যের খতিয়ান খতিয়ে দেখলে স্পষ্ট বোঝা যাবে, বিহারের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলোতে তাদের সাফল্যের হার সর্বাধিক। বিহার লাগোয়া পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে মিমের আধিপত্য কায়েম হতে পারে সেই জেলাগুলো হলো উত্তর দিনাজপুর এবং মালদহ। তবে মুর্শিদাবাদ, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে রাজ্যের মোট ১৫টি জেলাতে মিম ভালো ফল করবে বলবে এখন থেকেই আশাবাদী। শুধুমাত্র উত্তর দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদে মোট বিধানসভার সংখ্যা রয়েছে ৪৩টি। যার মধ্যে এই জেলাগুলোতে সব থেকে বড় শক্তি তৃণমূল। তার পরেই রয়েছে কংগ্রেস এবং বামেরা। সেখানে দাঁড়িয়ে এই তিন জেলাতেই সব থেকে বেশি প্রভাব বিস্তার করতে পারে মিম। আর সেটা যদি হয় তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল তারপরেই ক্ষতি হবে বাম ও কংগ্রেসের।