ষ আনন্দ সময় প্রতিবেদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী ‘মন’ শিরোনামের নতুন একটি গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত। গত ২১ নভেম্বর ফাহমিদা নবী গানটির রেকর্ডিংয়ে অংশ নেন। গানটি লিখেছেন গীতিকবি জামাল হোসেন, সুর করেছেন এসআই শহীদ এবং সঙ্গীতায়োজন করেছেন সালমান। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘মন শিরোনামের চমৎকার এই গানটি গাওয়ার পর আমার এত বেশি ভালো লাগছে যে, আমার মনে হয়েছে অনেক অনেকদিন পর একটি দারুণ গান গেয়েছি। মূলত গজল আঙ্গিকের গান বহুবছর পর গেয়েছি । আশা করছি সকল শ্রেণির শ্রোতা-দর্শকের গানটি ভালো লাগবে।’ জানা গেছে, শিগগিরই গানটি মিউজিক ভিডিও নির্মাণ শেষে ‘রঙ্গন মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। ফাহমিদা নবী সর্বশেষ নিজেরই লেখা গান ‘তোমায় একটি গান শোনাব’র সুর করেছেন। তার সুরে বিভিন্ন সময়ে সৈয়দ আব্দুল হাদী, শাকিলা জাফর, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদারসহ অনেকেই গান গেয়েছেন।