ষ আনন্দ সময় প্রতিবেদক
মা কিংবা ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে নিজেকে ফুটিয়ে তোলেন অভিনেত্রী মনিরা মিঠু। নাটক ও সিনেমায় যেকোনো চরিত্রে অনবদ্য এই অভিনেত্রী। ফরিদপুরের রাজবাড়ীতে সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমায় একজন অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। গেল ২১ নভেম্বর ‘বীরত্ব’ সিনেমার শুটিং করে সেদিন রাতেই ঢাকায় ফিরে রোববার থেকে আবার ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন মিঠু। মুক্তি প্রতীক্ষিত সিনেমা চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ^সুন্দরী’ নিয়ে দারুণ আশাবাদী তিনি। এই সিনেমায় মিঠু মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এদিকে ‘বিশ^সুন্দরী’ ছাড়াও মিঠু অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা হচ্ছে ‘ঢাকা ড্রিম’, ‘নীল ফড়িং’ এবং ‘আদম’। সর্বশেষ মিঠু অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল রায়হান রাফির ‘দহন’। এতে তিনি পূজা চেরীর মায়ের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন।